অযথা ওষুধভীতি নয়
ওষুধভীতি আছে অনেকেরই। বিশেষ করে শিশুদের। ওষুধ খাওয়ার কথা শুনলেই এদের শরীর কাঁপে। ওষুধ খেতে গেলে বমি আসে, বমি হয়েও যায়, বা গলায় আটকে যায়। কখনো ঘাম শুরু হয়, হাত-পা কাঁপে, মুখ শুকিয়ে যায়। কেউ কেউ ইনজেকশন নেওয়ার সময় বা পরীক্ষার জন্য রক্ত দেওয়ার সময় ভয়ে অচেতন হয়ে যান। চিকিৎসকেরা এই সমস্যার নাম দিয়েছেন ফার্মাকোফোবিয়া। এমন ভীতির উৎস খানিকটা অন্তর্গত পূর্বাপর ধারণা, খানিকটা বাহ্যিক। হয়তো ছোট্টবেলায় কখনো ওষুধ খেতে গিয়ে বমি করেছিলেন বা রক্ত দেখে খুব ভয় পেয়ে গিয়েছিলেন—সেই স্মৃতি...
Posted Under : Health News
Viewed#: 34
আরও দেখুন.

